বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘণ্টায় ( বৃহস্পতিবার সকাল ৮ থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রামে ৭৯০টি নমুনা পরীক্ষায় ৬১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরে ৫০ এবং উপজেলায় ১১ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমণের সংখ্যা ৫১ হাজার ৭৬৫ জন। এসময় চট্টগ্রাম নগরে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩৪টি নমুনা পরীক্ষায় ১৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৪৮টি নমুনা পরীক্ষায় ১০ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৯টি নমুনা পরীক্ষায় ৪ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২টি নমুনা পরীক্ষায় ১১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৪৯টি নমুনা পরীক্ষায় ১৬ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮টি নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ও চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ৬১ জন বেড়ে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ৫১ হাজার ৭৬৫ জন। যাদের নগরের ৪১ হাজার ৪১৩ জন এবং উপজেলার ১০ হাজার ৩৫২ জন। এসময় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৭৭ জন। এদের মধ্যে নগরে ৪২৭ জন এবং উপজেলার ১৫০ জন।
বিএনএনিউজ২৪/ আমিন