30 C
আবহাওয়া
২:১৪ পূর্বাহ্ণ - জুন ৩, ২০২৪
Bnanews24.com
Home » চড়ক পূজা নিয়ে গোলযোগের জেরে যুবক নিহত

চড়ক পূজা নিয়ে গোলযোগের জেরে যুবক নিহত


বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপার ভগবাননগর গ্রামে চড়ক পূজার অনুষ্ঠান নিয়ে আদিবাসী বাগদী সম্প্রদায়ের দুই গ্রুপের মধ্যে গোলযোগের সুত্র ধরে লাঠির আঘাতে স্বাধীন বিশ্বাস (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত স্বাধীন বিশ্বাস ওই গ্রামের সুনিল বিশ্বাসের ছেলে। পুলিশ এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে।

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাত সাড়ে ৮ টার দিকে দুধসর ইউনিয়নের ভগবাননগর গ্রামের আদিবাসি সম্প্রদায়ের দুইপক্ষের মধ্যে চড়ক পূজা অনুষ্ঠানের আয়োজন নিয়ে তর্কাতর্কি হতে থাকে।

এক পর্যায়ে ওই গ্রামের অতুল বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস ও পুতুল বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস লাঠি দিয়ে স্বাধীন বিশ্বাস ও তার পিতা সুনিল বিশ্বাসের উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে আঘাত করে। এতে স্বাধীন বিশ্বাস গুরুতর আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ওসি আরো জানান, এই ঘটনায় রিপন বিশ্বাস ও শিবু বিশ্বাস নামে দুজনকে পুলিশ রাতেই গ্রেফতার করেছে। নিহতের পিতা সুনিল বিশ্বাস বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বিএনএ/ আতিকুর রহমান, ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ