25 C
আবহাওয়া
৭:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে গণপরিবহন সংকট

রাজধানীতে গণপরিবহন সংকট

বাস

বিএনএ ডেস্ক: কর্মস্থলে যোগ দিতে ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের লম্বা ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। বাস, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত গাড়িতে করেও ঢাকায় প্রবেশ করছেন কর্মজীবীরা।

সোমবার (১৫ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ভোর থেকে দূরপাল্লার বাস ঢুকছে ঢাকায়। বাস থেকে নেমে সিএনজিচালিত আটোরিকশা, মোটরবাইক যোগে নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন মানুষ। তবে গত কয়েক বছরের মতো চাপ নেই গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে। বাস সংশ্লিষ্টরা বলছেন, প্রত্যাশার ৬০ শতাংশ মানুষ এই রুটে ঢাকা ফিরছেন।

এদিকে, বাড়ি থেকে কর্মমুখী মানুষ ঢাকায় ফেরায় ফাঁকা নগরীতে ফিরেছে ব্যস্ততা। তবে গণপরিবহন সংকট থাকায় বাস স্টেশন থেকে নিজস্ব গন্তব্যে যেতে বেগ পেতে হচ্ছে ঢাকায় ফেরা মানুষদের। এতে দীর্ঘসময় ধরে পরিবার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে অনেককে।

গাইবান্ধার পলাশবাড়ি থেকে শ্যামলী পরিবহনে এসেছেন সাইফুল ইসলাম। তিনি বলেন, রাস্তায় তেমন সমস্যা ছাড়াই ঢাকায় এসেছি। তবে সকাল থেকে গাবতলীতে গণপরিবহন না থাকায় প্রায় ৪০ মিনিট রাস্তায় অপেক্ষা করতে হয়েছে।

ব্যাংক কর্মকর্তা মনি আক্তার বলেন, রাস্তায় স্বস্তিতে এসেছি। তবে ঢাকা ঢুকে জটিলতায় পড়েছি। গণপরিবহন পাচ্ছি না। দু-একটা অটোরিকশা পেলেও অতিরিক্ত ভাড়া চাচ্ছিলো। শ্যাওড়াপাড়া যাবো, তাই ঘণ্টাখানেক ধরে অপেক্ষা করছি।

নওগাঁ থেকে আসা আরাফাত বলেন, ঈদের ছুটির কারণে সকালে গণপরিবহন নেই। ঢাকা ফাঁকা থাকায় বাসও তেমন নেই রাস্তায়। এই সুযোগটা কাজে লাগাচ্ছে সবাই। অতিরিক্ত ভাড়া আদায় করছে। এছাড়া আর কোনো ভোগান্তি পাইনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ