34 C
আবহাওয়া
১১:১৮ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় জড়াবে না যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় জড়াবে না যুক্তরাষ্ট্র


বিএনএ, ডেস্ক : ইরানের বিরুদ্ধে ইসরায়েল পাল্টা হামলা চালালে তাতে যুক্তরাষ্ট্র অংশ নেবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রেসিডেন্ট জো বাইডেন ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এ কথা জানিয়েছেন।

কনস্যুলেটে হামলার প্রতিশোধ হিসেবে শনিবার রাতে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা চালায় ইরান। তবে তেহরানের ছোঁড়া তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ৯৯ শতাংশই ধ্বংসের দাবি করে ইসরায়েল।

রাতভর ইরানের এই হামলা ঠেকাতে ১০০ কোটি ডলারের বেশি খরচ করতে হয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক কর্মকর্তারা। ইসরায়েলকে হামলা প্রতিহত করতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জর্ডান।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার ক্ষেত্রে সব সহযোগিতা বজায় রাখবে। কিন্তু ইরানের সাথে যুদ্ধ চায় না ওয়াশিংটন। ফলে ইসরায়েল যদি ইরানে প্রতিশোধমূলক হামলার সিদ্ধান্ত নিয়ে থাকে এতে যুক্তরাষ্ট্র অংশ নেবে না।

তবে ইসরায়েলের দুই সিনিয়র মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলের পাল্টা হামলা খুব দ্রুত হবে না এবং তারা একা হামলা চালাবে না।

বিএনএ/ ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ