18 C
আবহাওয়া
৩:৫৫ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » রাঙামাটিতে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত দুই

রাঙামাটিতে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত দুই

রাউজানে জিপের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বিএনএ, রাঙামাটি : রাঙামাটির রাজস্থলীতে চাঁদের (জিপ) গাড়ি খাদে পড়ে দু’জন নিহত এবং একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত মোহাম্মদ শাহিনের (২২) অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বিকালে রাজস্থলীর নির্মাণাধীন সীমান্ত সড়কের গবাছড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজস্থলীর নির্মাণাধীন সীমান্ত সড়কে চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। পরে আহত শাহীনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, দায়িত্বরত চিকিৎসা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

নিহতরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়ার মিনহাজুল করিম (২০) এবং হাটহাজারীর মোহাম্মদ নাঈম (২৩)। আহত শাহিনের বাড়ি ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ