28 C
আবহাওয়া
৫:৪২ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » ‘মাদক নির্মূলের স্বপ্নই কাল হলো সংবাদকর্মী মহিউদ্দিনের’

‘মাদক নির্মূলের স্বপ্নই কাল হলো সংবাদকর্মী মহিউদ্দিনের’

'মাদক নির্মূলেন স্বপ্নই কাল হলো সংবাদকর্মী মহিউদ্দিনের'

বিএনএ, ঢাকা: মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষার স্বপ্ন দেখতেন কুমিল্লার সংবাদকর্মী মহিউদ্দিন সরকার নাঈমের। মাদক নির্মূলের সেই স্বপ্নই কাল হলো মহিউদ্দিনের। তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে নিহত মহিউদ্দিন সরকারের মা নাজমা আক্তার বাদী হয়ে মামলা করেন। এজহারে মাদক ব্যবসায়ী রাজুকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়।

মহিউদ্দিনকে হত্যার ঘটনায় এজাহারনামীয় দুজনসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এজাহারভুক্ত গ্রেপ্তার দুই আসামি, ফরহাদ মৃধা (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪)। আর সন্দেভাজন দুজন নুরু মিয়া ও সুজন।

আসামিদের গ্রেফতারের বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, প্রধান আসামি রাজুকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

মহিউদ্দিন হত্যার বিচার দাবি সাংবাদিকদের
মহিউদ্দিন হত্যার বিচার দাবি সাংবাদিকদের

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদের শঙ্কুচাইল ভারতীয় সীমান্ত এলাকায় মাদক কারবারির গুলিতে নিহত হন মহিউদ্দিন সরকার। ঘটনার সময় প্রাণে বেঁচে ফেরেন মহিউদ্দিনের বন্ধু পলাশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী পলাশ জানান, রাত সাড়ে ৯টায় রাজু বাহিনী অস্ত্র নিয়ে এসে সাংবাদিক কই বলে চিৎকার করে। এ সময় মহিউদ্দিনকে তুলে নিয়ে গুলি করে তারা। তখন তিনি পালিয়ে যান। বলেন, কিছুক্ষণ পরে কয়েকটি গুলির শব্দ শুনতে পান তিনি।

প্রধান অভিযুক্ত রাজু কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, নিহত মহিউদ্দিন একসময় সাংবাদিকতায় সক্রিয় ছিলেন। একটি বেসরকারি টিভির উপজেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করতেন। হঠাৎ সাংবাদিকতা ছেড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ শুরু করেন নাঈম।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ