20.7 C
আবহাওয়া
৫:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বেনাপোল বন্দরে পুড়লো ভারতীয় ৫ ট্রাক

বেনাপোল বন্দরে পুড়লো ভারতীয় ৫ ট্রাক


বিএনএ, বেনাপোল: বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ৫ ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রাকগুলোতে ব্লিচিং পাউডার ছিলো বলে জানা গেছে।

শুক্রবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় বন্দরের ট্রাক টার্মিনালের টিটিআই (ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড) মাঠে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী ও বন্দরের নিরাপত্তারক্ষীরা জানান, সেহরির শেষ মুহূর্তে হঠাৎ তারা দেখতে পান ভারতীয় ট্রাকে আগুন জ্বলছে। ফায়ার ব্রিগেডের গাড়ি সেখানে পৌঁছানোর আগেই বন্দরে ৩৮ নম্বর শেডে থাকা ব্লিচিং পাউডার ভর্তি ৫টি ভারতীয় ট্রাক পুড়ে ছাই হয়ে যায়।

বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পণ্য চালানটি বুধবার (১৩ এপ্রিল) ভারত থেকে ৬টি ট্রাকে আমদানি হয়। ব্লিচিং ভর্তি ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে রাখার কারণে অত্যধিক গরমে ট্রাকে আগুন লাগতে পারে। আগুন লাগার পর ফায়ার সাভিসের ৩টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

উল্লেখ্য, বিগত ৫ মাসও আগে ব্লিচিং ভর্তি একটি ভারতীয় ট্রাকে আগুন লেগে ট্রাক ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এবার একযোগে পুড়লো ব্লিচিং পাউডার ভর্তি ৫টি ট্রাক।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ