17 C
আবহাওয়া
১০:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » লকডাউনে ইউএনও’র নৈশভোজের আয়োজন

লকডাউনে ইউএনও’র নৈশভোজের আয়োজন

লকডাউনে ইউএনওর নৈশভোজের আয়োজন

বিএনএ, নোয়াখালী: লকডাউনের প্রথম দিন স্বাস্থ্যবিধি অমান্য করে ইফতার ও নৈশভোজের আয়োজন করেন নোয়াখালীর হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন। বুধবার(১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবে এ পার্টিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন।

এ আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাজিম উদ্দিন।করোনার এ সময়ে এই ধরনের পার্টি করে মানুষের সমাগম করা একজন দায়িত্বশীল ব্যাক্তির সমীচীন হয়েছে কিনা- প্রশ্ন করলে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাজিম উদ্দিন জানান, আমি প্রথমে মনে করেছি মানুষের উপস্থিতি কম হবে, পরে গিয়ে দেখি অনেক লোকের উপস্থিতি। পরিবেশ দেখে চলে আসার ইচ্ছা থাকলেও সামাজিকতার কারণে আসতে পারিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন এ ব্যাপারে বলেন, এটি কোনো বড় ধরনের আয়োজন ছিল না। সাদামাটা একটা ইফতার পার্টির আয়োজন করা হয় মাত্র। এখানে খুব বেশি লোকের সমাগম ছিল না।
বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ