Bnanews24.com
শিক্ষা সব খবর

আব্দুল মতিন খসরুর মৃত্যুতে কুবির শোক

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবার। বুধবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার।

উল্লেখ, অসুস্থতাজনিত কারণে এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বুধবার বিকেল ৪ টা ৫০ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন।

বিএনএনিউজ/হাবিবুর,মনির