21 C
আবহাওয়া
৯:২৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » জলদস্যু মকছুদ গ্রেফতার, বোট উদ্ধার

জলদস্যু মকছুদ গ্রেফতার, বোট উদ্ধার

জলদস্যু মকছুদ গ্রেফতার, বোট উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে মো. মকছুদ আলম (৩৯) নামে এক জলদস্যুকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৪ এপ্রিল) পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মকছুদ কক্সবাজারের কুতুবদিয়া থানার আলী আকবরের ডেইল এলাকার শামশসুল আলম ছেলে। তার বিরুদ্ধে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে, যার নং ১৪(৯)২০১৮।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন ভূঞা বলেন, গত ৮ এপ্রিল রাত আনুমানিক ৯টায় জনৈক মো. মুসলিম মিয়ার একটি বৃহদাকার বোট পতেঙ্গা থানাধীন মুসলিমাবাদ বেরীবাধ হতে নিয়ে যায় জলদস্যু মো. মকছুদ আলম। বোটটি ফেরত চাইলে ২ লাখ টাকা চাঁদা দাবি করে মকছুদ। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুতুবদিয়া থানার আলী আকবর ডেইলের পশ্চিম তাবলারচর এলাকার বেড়ীবাধ থেকে বোটটি উদ্ধার করা হয়।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী ঢাকা ট্রাংক রোডস্থ ইস্পাহানি সামিট অ্যালাইয়েন্স টার্মিনাল লিমিটেড’র ভিতর অভিযান চালিয়ে জলদস্যু মকছুদ আলমকে গ্রেফতার করা হয়েছে। জলদস্যু মকছুদের অত্যাচারে জেলে সম্প্রদায়সহ এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। তার গ্রেফতারের সংবাদে জনমনে স্বস্তি ফিরে আসে। উক্ত জলদস্যুর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এই র‌্যাব কর্মকর্তা

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ