বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় আরাফাতুর রহমান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কাগজীপাড়া এলাকায় এই দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহত আরাফাতুর রহমানের বড় চাচা আবুল খায়ের বলেন, আমার ভাতিজা আমজুর হাট থেকে মোটরসাইকেলে বাড়ির রাস্তায় প্রবেশ করছিলেন। এ সময় দ্রুতগামী একটি মিনি বাস পেছন থেকে ধাক্কা দিলে সে মহাসড়কে ছিটকে পড়ে মাথায় গুরতর আঘাত পায়। পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার কাগজীপাড়া এলাকায় যাত্রীবাহী মিনি বাস মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করা হবে।
বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী