17 C
আবহাওয়া
১১:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

ট্রাকের ধাক্কা

বিএনএ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকের ধাক্কায় জাহেদা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহেদা দিনাজপুরের ঘোড়াঘাটের জাকির হোসেনের মেয়ে। সে পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের তিন রাস্তা মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতো। দুই বোনের মধ্যে জাহেদা বড় ছিল।

নিহতের বাবা জাকির হোসেন বলেন, ‘আমার মেয়ে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল। মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের মসজিদ এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আহত হয়। হাসপাতালে আনার পর মারা যায়।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ