18 C
আবহাওয়া
১২:২৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » ছাগলনাইয়ার মহামায়ায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ছাগলনাইয়ার মহামায়ায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ছাগলনাইয়ার মহামায়ায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বিএনএ,ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৫ মার্চ)বিকালে জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়।সম্মেলন উদ্বোধন করেন মহামায়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নুরুল আলম মজুমদার।
প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগ সদস্য , পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ নিউজ এজেন্সি ‘র (বিএনএ) সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, জেলা যুবলীগ উপ-দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম, সহ-সম্পাদক মোঃ জয়নাল আবেদীন।
প্রধান বক্তা ছিলেন, মহামায়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পাটোয়ারী। সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মহি উদ্দিন সবুজ।
বক্তব্য রাখেন মহামায়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহজাহান মিনু, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী ও উপজেলা যুবলীগ সহ-সভাপতি শাহজাহান স্বপন।

বিএনএ/ এবিএম নিজামউদ্দীন , ওজি

Loading


শিরোনাম বিএনএ