বিএনএ ডেস্ক, ঢাকা: সরকার পতনের তথাকথিত গণ-অভ্যুত্থানের হুমকি বিএনপি নেতাদের ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছু নয়। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৫ মার্চ) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা প্রায় এক দশক যাবত তথাকথিত গণঅভ্যুত্থান সংঘটিত করার নামে সরকার পতনের কথা বলে আসছে। ২০০১ থেকে ২০০৬ সালের মতো আওয়ামী লীগ নেতা-কর্মীদের ভয়ঙ্কর পরিণতির হুমকী দিচ্ছে! বিএনপি নেতাদের এই ফাঁকা আওয়াজ মিথ্যাবাদী রাখাল ও বাঘের শিশুতোষ গল্পের কাহিনী ছাড়া আর কিছুই নয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলার জনগণ তাদের দূরভিসন্ধিমূলক ফাঁকা আওয়াজে বিভ্রান্ত হয় না এবং কোন দিন হবেও না। সরকার পতনের চক্রান্ত বাস্তবায়নে তারা দেশে ও বিদেশে দেশবিরোধী ও জনগণের স্বার্থ-পরিপন্থী নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত থাকায় জনগণ তাদেরকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে।
বলেন, করোনার অভিঘাত কাটতে না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক অঙ্গনের নানা টানাপোড়েন এবং নিষেধাজ্ঞার ফলে বিশ্বাবাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটেছে। অন্যান্য দেশের মতো যার বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। সেই সাথে রয়েছে অসাধু মহলের ষড়যন্ত্র মুনাফা লোভী মজুদদার গোষ্ঠীর অপতৎপরতা।
ওবায়দুল কাদের বলেন, প্রধানন্ত্রীর নির্দেশে ইতোমধ্যেই আমদানি পর্যায়ে তেল, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।
বিএনপিকে বিভ্রান্তিকর মন্তব্য ও অপপ্রচার থেকে বিরত থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে কাদের বলেন, অসাধু মুনাফাখোর মজুদদারদের বিরুদ্ধে অভিযান চলছে। অল্প সময়ের মধ্যেই দ্রব্যমূল্য পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো।
বিএনএ/ এ আর