বিএনএ, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারায় রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশিপ অ্যান্ড লাইভলীহুড ইস্তুভমেন্ট (আরইএসআই) প্রজেক্ট এর স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।জিও, এনজিও কর্মকর্তা, প্রাইভেট সেক্টর এবং মার্কেট এ্যাক্টর প্রতিনিধিবৃন্দ এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। চট্টগ্রাম জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্হান) আকলিমা আক্তার কাকন এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ এর চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক ড. অসীম কুমার সাহা, কুমিল্লা অঞ্চল এর আঞ্চলিক ব্যবস্হাপক রিয়াজ হাসান , জেলা কর্মকর্তা (সিএফ) মো: আল আমিন আকন্দ, জেলা কর্মকর্তা (আইটি & এমআইএস) রত্না দে ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং আনোয়ারা ক্লাস্টার এর ক্লাস্টার অফিসার আমিনুল ইসলাম , ক্লাস্টার অফিসার মো: মামুনুর রশীদ সহ জীবিকায়নের সাথে জড়িত প্রায়ভেট সেক্টর ও মার্কেট এাক্টর, ১ নং ও ২ নং ক্লাস্টারের বিভিন্ন গ্রাম সমিতির প্রতিনিধি বৃন্দ। কর্মশালার সার্বিক বিষয় প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন জেলা কর্মকর্তা (জীবিকায়ন) মিজান বিন ওয়ালী।
বিএনএ/ এনামুল হক নাবিদ,ওজি