26 C
আবহাওয়া
৬:৫৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই

সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই


বিএনএ ডেস্ক, ঢাকা: চলে গেলেন আধুনিক বাংলা গানের অন্যতম সেরা কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। মঙ্গলবার  কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২৬ জানুয়ারি অসুস্থ হয়ে পড়েন তিনি। ডাক্তার জানান, ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর।

১২ বছর বয়সে গানের হাতেখড়ি সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সংগীতের পেছনে ব্যয় করেছেন জীবনের ৭৫টি বছর। হেমন্ত মুখোপাধ্যায় ও তাঁর জুটি বহু বছর ধরে বাঙালির মনজুড়ে আছে। একসময় সুচিত্র সেনের কণ্ঠ হয়ে উঠেছিলেন তিনি।

তার জনপ্রিয় গানের মধ্যে আছে, ‘এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার’, ‘মধুমালতী’, ‘হয়তো কিছুই নাহি পাব’, ‘তুমি নাহয়’, ‘আয় বৃষ্টি ঝেঁপে’, ‘যমুনা কিনারে’সহ অনেক কালজয়ী গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

১৯৭১ সালে ‘জয়জয়ন্তী’ ও ‘নিশিপদ্ম’ ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে ভারতের জাতীয় পুরস্কার পেয়েছিলেন সন্ধ্যা। এ ছাড়া ২০১১ সালে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ উপাধিতে সম্মানিত করে। সংগীত প্রতিযোগিতায় তিনি ‘গীতশ্রী’ পুরস্কার পেয়েছিলেন। এরপর থেকেই তার নামের সঙ্গে ‘গীতশ্রী’ শব্দটি জুড়ে যায়।

অসুস্থ হওয়ার দুদিন আগে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী প্রত্যাখ্যান করেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ