বিএনএ ডেস্ক, ঢাকা: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলী খালাস চেয়ে আপিল করেছেন হাইকোর্টে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) আসামিদের আইনজীবী অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত বিষয়টি নিশ্চিত করেন।
বলেন, সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়েছে। আবেদনে ফাঁসির দণ্ড থেকে খালাস চাওয়া হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর ডেথ রেফেরেন্স হাইকোর্টে এসে পৌঁছায়।
এর আগে গত ৩১ জানুয়ারি সিনহা রাশেদ হত্যা বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলী মৃত্যুদণ্ড দেয় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ৬ জনকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আর বাকি সাত আসামিকে খালাস দেন আদালত।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া চেকপোস্টে খুন হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
বিএনএ/ এ আর