18 C
আবহাওয়া
১১:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » আরও ৫৪ চীনা অ্যাপ বন্ধ করলো ভারত

আরও ৫৪ চীনা অ্যাপ বন্ধ করলো ভারত


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠার অভিযোগে চীনের আরও ৫৪টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভারতের ইলেকট্রনিক্সস অ্যান্ড ইনফরমেশন মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার ২০২০ এর জুন থেকে এ পর্যন্ত টিকটক, শেয়ারইট, বিগো লাইভ, হেলো, ইউসি ব্রাউজার, ইউসি নিউজ, উইচ্যাট, লাইকি, ইএস ফাইল এক্সপ্লোরার ও এমআইসহ প্রায় ২২৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে।

নতুন করে বন্ধ করা অ্যাপের মধ্যে আছে- সেলফি ক্যামেরা, সুইট সেলফি এইচডি, সেলসফোর্স এন্ট, আইসোল্যান্ড ২: অ্যাশেজ অব টাইম লাইট, ইকুয়ালাইজার অ্যান্ড বাজ বুস্টার, অনমিয়োজি চেস, অনমিয়োজি এরিনা, টেনসেন্ট জারিভের, অ্যাপলক, ডুয়াল স্পেস লাইট ও ভিভা ভিডিও এডিটর।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর মধ্যে কিছু অ্যাপ ব্যবহারকারীর সম্মতি ছাড়াই চীনভিত্তিক ডেটা সেন্টারগুলোতে সরাসরি ব্যবহারকারীর তথ্য পাঠাত।

চীন ভারতের এসব অ্যাপ বন্ধের বিরোধিতা করেছে। দেশটির অভিযোগ, ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার বৈষম্যবিরোধী নীতি ভঙ্গ করছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ