21 C
আবহাওয়া
১১:৩৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » দেশে নতুন করে করোনায় ১১ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৬

দেশে নতুন করে করোনায় ১১ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৬

করোনায়

বিএনএ, ঢাকা : মহামারি করোনায় আক্রান্ত হয়ে দেশে নতুন করে আরও ১১ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা মোট ৮ হাজার ২৮৫ জনে পৌঁছেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৪৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪১ হাজার ৩৮ জনে দাঁড়িয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে সরকারি ও বেসরকারি মিলে মোট ২১০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ১৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৩৮ লাখ ৬২ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪১ জন করোনা রোগি। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৮৭০ জনে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ