বিনোদন প্রতিবেদক : আজ ১৫ ফেব্রুয়ারি। ১৯৪৭ সালের এ দিনে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন ঢালিউড চলচ্চিত্রের অন্যতম সেরা পরিচালক কাজী হায়াৎ।
শুভ জন্মদিন। শ্রেষ্ঠ পরিচালকসহ চলচ্চিত্রের বিভিন্ন শাখায় মোট নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। তেহরান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং কোরিয়ার পিয়ং ইয়ং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে তাঁর ছবি।
১৯৭৯ সালে “দি ফাদার” চলচ্চিত্রটি নির্মাণ করে বাংলাদেশের চলচ্চিত্র জগতকে জানান দেন, কিভাবে দর্শক সফল ছবি নির্মাণ করতে হয়।
এর আগে পরিচালক মমতাজ আলী’র সংগে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরুর মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন কাজী হায়াৎ। আলমগীর কবির পরিচালিত ‘সীমানা পেরিয়ে’ ছবিরও সহকারী পরিচালক ছিলেন তিনি। সামাজিক অঙ্গীকার এবং সাধারণ দর্শকদের বিনোদন চাহিদার সমন্বয় ঘটান তিনি, তাঁর পরবর্তী ছবিগুলোতে। অর্ধ শতাধিক ছবি তৈরি করেছেন তিনি। প্রযোজনাও করেছেন। প্রতিটি ছবিতেই সাধারণ বিনোদনের পাশাপাশি, সমসাময়িক সামাজিক অসংগতি ও প্রতিবাদ বা উত্তরণের দিক নির্দেশনা প্রকাশ পেয়েছে।
বিএনএনিউজ২৪/আরআর খাঁন, এসজিএন