18 C
আবহাওয়া
৭:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » হ্যারি-মেগানের ঘরে আসছে দ্বিতীয় সন্তান

হ্যারি-মেগানের ঘরে আসছে দ্বিতীয় সন্তান

মেগান

বিনোদন ডেস্ক: প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মর্কেল তাদের দ্বিতীয় সন্তানের খবর দিয়েছেন। একজন মুখপাত্রের মাধ্যমে দুজন জানিয়েছেন, সন্তানের আগমনের খবরে তারা আনন্দিত। এর আগে ২০১৯ সালের মে মাসে তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসে। তার নাম আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর। ডিউক এবং ডাচেস অব সাসেক্স তাদের দ্বিতীয় সন্তানের আগমনের আগে উদ্বেলিত।

বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র বলেছেন রানি, ডিউক অব এডিনবার্গ, প্রিন্স অব ওয়েলস-সহ রাজপরিবারের অন্যরা এই খবরে আনন্দিত এবং তাদের শুভকামনা জানিয়েছেন।

বিশ্ব ভালোবাসা দিবসে হ্যারি এবং মেগান একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন। গাছের নিচে গর্ভবতী মেগান হ্যারির কোলে শুয়ে আছেন। হাসিমুখে স্ত্রীকে দেখছেন হ্যারি। দূর থেকে দুজনকে রাঙিয়ে দিচ্ছে রোদের আলো।

তবে ঠিক কবে নাগাদ তাদের নতুন অতিথি ভূমিষ্ঠ হবে, সে বিষয়ে দুজনে কিছু জানাননি।

এর আগে গত নভেম্বরে মেগান নিজের লেখা একটি কলামে জানান, জুলাইতে তার গর্ভপাত হয়।

প্রিন্স হ্যারির সঙ্গে ২০১৮ সালে বিয়ে হয় মেগানের। নিজের চেয়ে তিন বছরের বড় মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ের পর থেকে প্রিন্স হ্যারিকে নিয়ে হয় নানা আলোচনা। কিছু দিন রাজপ্রাসাদে থাকার পর হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনের সঙ্গে দ্বন্দ্বের খবরও রটে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ