ঢাকা: তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় মীরেরটেক এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে একটি অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবারের ((১৫ জানুয়ারি)অভিযানে মীরেরটেক আবাসিক এলাকার দুই কিলোমিটার জুড়ে বিস্তৃত ৩শ’টি বাড়ির প্রায় ৫শ’টি চুলার অবৈধ গ্যাসের লাইন এবং অবৈধ ঢালাই কারখানার ১টি বড় ক্রুসিবল ফার্নেস যার লোড আনুমানিক ১ হাজার ঘনফুট/ঘণ্টা এর লাইন বিচ্ছিন্ন করা হয়।
এ সময় ১.৫ ইঞ্চি ডায়া বিশিষ্ট ৪৮০ ফিট, ২ ইঞ্চি ডায়া বিশিষ্ট ২০ ফিট এবং ৩/৪ ইঞ্চি ডায়া বিশিষ্ট ২শ’ ফিট এমএস পাইপ উচ্ছেদ এবং অবৈধ বিতরণ লাইনের অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ-সহ জব্দ করা হয়েছে। প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ও ক্যাপিং করা হয়।
পৃথক অভিযানে গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকাধীন সারদাগঞ্জ এলাকায় ৩টি পয়েন্টে প্রায় ২৫০টি আধাপাকা বাড়ি এবং ২০টি ভবনের মোট ৬শ’টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বিভিন্ন উৎসমুখ কিলিং করা হয়। এ সময় অবৈধভাবে স্থাপিত ৩/৪, ১ ও ২ ইঞ্চি ব্যাসের মোট ৩৭০ ফুট পাইপ উত্তোলনপূর্বক জব্দ করা হয়।
এসজিএন