16 C
আবহাওয়া
৭:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » তাসখন্দে ‘উজবেকিস্তানের চোখে বাংলাদেশ’ শীর্ষক আর্টক্যাম্প অনুষ্ঠিত

তাসখন্দে ‘উজবেকিস্তানের চোখে বাংলাদেশ’ শীর্ষক আর্টক্যাম্প অনুষ্ঠিত

উজবেকিস্তানের চোখে বাংলাদেশ

তাসখন্দ (উজবেকিস্তান):   বাংলাদেশ দূতাবাস উজবেকিস্তান ‘তারূণ্যের উৎসব-২০২৫’ উদ্‌যাপন উপলক্ষ্যে উজবেকিস্তান আর্ট একাডেমির সহযোগিতায় সেদেশের তরুণ চিত্রশিল্পীদের অংশগ্রহণে ‘উজবেকিস্তানের চোখে বাংলাদেশ’ শীর্ষক এক আর্ট ক্যাম্পের আয়োজন করে। বুধবার(১৫ জানুয়ারি) অনুষ্ঠিত ক্যাম্পে কূটনৈতিকবৃন্দ-সহ দেশটির চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম তরূণ শিল্পীদের মেধা, মনন ও সৃষ্টিশীলতার প্রশংসা করেন এবং সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তরুণ শিল্পীরা তাদের আন্তরিকতা ও দক্ষতার সাথে চিত্র কর্মের মাধ্যমে যেভাবে বাংলাদেশের প্রকৃতি ও সৌন্দর্যকে চিত্রায়িত করেছেন তা অভিভূত হওয়ার মতো। বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক ও সম্প্রীতির প্রতি আলোকপাত করেন। তিনি দু’দেশের তরুণ প্রজন্মের মধ্যকার যোগাযোগ ও বোঝাপড়াকে আরো সাবলীল ও নিবিড় করার ওপর রাষ্ট্রদূত গুরুত্ব আরোপ করেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-জনতা ও তরুণ সমাজের প্রত্যয় ও প্রতিশ্রুতির কথা বর্ণনা করেন।

 

রাষ্ট্রদূত দু’দেশের তরুণ প্রজন্মের মধ্যে নিহিত সীমাহীন শক্তি, সাহস ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে উভয় দেশ ক্রমর্ধমান বন্ধুপ্রতিম সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই চেতনায় উদ্বুব্ধ হয়ে উন্নত, সুখী ও সমৃদ্ধিশালী সমাজ, দেশ ও পৃথিবী গঠনে তিনি উপস্থিত সকলকে যার যার অবস্থান থেকে আরো বলিষ্ঠ ও কার্যকরী অবদান রাখার আহ্বান জানান।

 

উজবেকিস্তান আর্ট একাডেমির চেয়ারম্যান আকমল নূর এ উদ্যোগ গ্রহণ করার জন্য বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান। তিনি চিত্রকলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যে অভিজ্ঞতা ও শিক্ষার্থী বিনিময়-সহ বাংলাদেশের চিত্রশিল্পীদের অংশগ্রহণে উভয় পক্ষের সুবিধাজনক সময়ে তাসখন্দে একটি চিত্রকলা প্রদর্শনী আয়োজনের ব্যাপারে তাঁর আগ্রহ ও অভিপ্রায় ব্যক্ত করেন।

 

একই দিনে দূতাবাস প্রাঙ্গণে উজবেকিস্তানের স্বনামধন্য একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি ‘সৃজনশীল কর্মশালা’ এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নানা ধরনের চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য, মৃৎশিল্ল ও হস্ত শিল্পের নির্মাণশৈলী ও উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।

বিএনএ,এসজিএ

 

Loading


শিরোনাম বিএনএ