বিএনএ, ঢাকা : পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী এক মাসের মধ্যে সংষ্কারের রোডম্যাপ দেবে সরকার। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চার সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, জমা হওয়া প্রতিবেদনগুলোর সারমর্ম আজই জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এর মধ্যে সরকার কতটা সংস্কার করবে, আগামী এক মাসের মধ্যে একটা রোডম্যাপ দেয়া হবে।
তিনি বলেন, ‘সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার কনটেক্সটা যেন আমরা ভুলে না যাই। কনটেক্সটাটা হচ্ছে একটা গণ-অভ্যুত্থান। এখন যদি আমাদের একটা আইনি কাঠামো ধরে বলা হয়, সংবিধানের এই অনুচ্ছেদে এটা আছে, আপনাকে এভাবে করতে হবে। তাহলে গণ-অভ্যুত্থানের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, সেটা এনডোর্স করা আমাদের জন্য খুব দুরুহ হয়ে পড়ে। গণ-অভ্যুত্থানকেই আমরা হৃদয়ে ধারণ করেছি।
বিএনএনিউজ/এইচ.এম।