24 C
আবহাওয়া
৬:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ICC U19 Women’s T20 World Cup 2023: পাকিস্তান ও ওয়েস্টইন্ডিজ জয়ী

ICC U19 Women’s T20 World Cup 2023: পাকিস্তান ও ওয়েস্টইন্ডিজ জয়ী

ICC U19 Women's T20 World Cup 2023

স্পোর্টস ডেস্ক:  সাউথ আফ্রিকায় চলমান আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ২০২৩ ( ICC U19 Women’s T20 World Cup 2023) এর রবিবারের(১৫ জানুয়ারি) দুটি ম্যাচে পাকিস্তান ও ওয়েস্টইন্ডিজ জয়লাভ করেছে। রুয়ান্ডাকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান এবং আয়ারল্যান্ডকে ৭ রানে হারালো ওয়েস্টইন্ডিজ।

PAKISTAN U19S V RWANDA U19S
PAKISTAN U19S V RWANDA U19S

টস জিতে রুয়ান্ডা প্রথমে ব্যাট করে ২০ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। জবাবে জয়ের লক্ষে খেলতে নেমে পাকিস্তানের মেয়েরা ১৭.৫ ওভার খেলে ২ উইকেটের বিনিময়ে ১০৮ রান তুলে। ফলে পাকিস্তান দল ৮ উইকেটে জয় পায়।

আয়ারল্যান্ডকে ৭ রানে হারালো ওয়েস্টইন্ডিজ
আয়ারল্যান্ডকে ৭ রানে হারালো ওয়েস্টইন্ডিজ

 

আয়ারল্যান্ডের অনুর্ধ্ব ১৯ নারী দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ওয়েস্টইন্ডিজ নারী দল প্রথমে ব্যাট করে ২০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে  আয়ারল্যান্ডের অনুর্ধ্ব ১৯ নারী দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের কাছাকাছি পৌঁছে যায়। তারা ১১৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। 

খেলার ফলাফল: ওয়েস্টইন্ডিজের ৭ রানে জয় লাভ।

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের জয়লাভ (ICC U19 Women’s T20 World Cup 2023)

দিনের অপর খেলায় ইংল্যান্ড ১৭৬ রানে জিম্বাবুয়েকে হারিয়েছে এবং নিউজিল্যান্ড ১০উইকেটে  ইন্দোনেশিয়ার বিরুদ্ধে জয়লাভ করেছে।

Bnanews24,অনূর্ধ্ব-১৯ নারী  টি-টোয়েন্টি বিশ্বকাপ২০২৩, SGN

বিএনএ/ হাফিজুর রহমান

Loading


শিরোনাম বিএনএ