22 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » মিস ইউনিভার্স(২০২৩) হলেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল(ভিডিও)

মিস ইউনিভার্স(২০২৩) হলেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল(ভিডিও)

মিস ইউনিভার্স যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল

।।হাফিজুর রহমান।।

এবার ২০২২-২৩ সালের জন্য মিস ইউনিভার্স প্রতিযোগিতার শ্রেষ্ঠ মুকুট বিজয়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মডেল আর’বনি গ্যাব্রিয়েল।

মিস ইউনিভার্স কর্তৃপক্ষের ৭১তম আসরে গ্যাব্রিয়েল বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের সেরার মুকুটটি জয়লাভ করেন। এতে প্রথম রানার্স আপ হয়েছেন মিস ভেনিজুয়েলা আমান্ডা ডুডামেল ও দ্বিতীয় রানার্সআপ হয়েছেন মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ।

বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের সেরার মুকুটটি জয়লাভ
মিস ইউনিভার্স প্রতিযোগিতা-০১

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার(১৪ জানুয়ারি) রাতে লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো অনুষ্ঠানে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

Top 16 Miss Universe Finalists
টপ ১৬ মিস ইউনিভার্স ফাইনালিস্ট ২০২৩

মিস ইউনিভার্স ২০২৩ প্রতিযোগিতায় লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয় থাইল্যান্ডের আনা সুয়েংগাম-আইমকে। 

টপ ১৬ মিস ইউনিভার্স ২০২৩ ফাইনালিস্ট তালিকায় যারা ছিলেন

পুয়ের্তো রিকো: অ্যাশলে ক্যারিনো
হাইতি: মিডেলাইন ফেলিজার
অস্ট্রেলিয়া: মনিক রিলে
ডোমিনিকান রিপাবলিক: আন্দ্রেনা মার্টিনেজ
লাওস: পায়েংক্সা লর
দক্ষিণ আফ্রিকা: এনদাভি নোকেরি
পর্তুগাল: তেলমা মাদেইরা
কানাডা: অ্যামেলিয়া তু
পেরু: অ্যালেসিয়া রোভেগনো
ত্রিনিদাদ ও টোবাগো: Tya Jané Ramey
কুরাকাও: গ্যাব্রিয়েলা ডস সান্তোস
ভারত: দিভিরা রাই
ভেনিজুয়েলা: আমান্ডা দুদামেল
স্পেন: অ্যালিসিয়া ফাউবেল
মার্কিন যুক্তরাষ্ট্র: আর’বনি গ্যাব্রিয়েল
কলম্বিয়া: মারিয়া ফার্নান্দা আরিস্টিজাবাল

 

 

টপ ৩ মিস ইউনিভার্স ফাইনালিস্ট ২০২৩
টপ ৩ মিস ইউনিভার্স ফাইনালিস্ট ২০২৩

২০২৩ সালের  মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছেন মিস ভেনিজুয়েলা আমান্ডা ডুডামেল(উপরের ছবিতে বামে) ও দ্বিতীয় রানার্সআপ হয়েছেন মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ (ডানে)।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার শ্রেষ্ঠ মুকুট বিজয়ী যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর’বনি গ্যাব্রিয়েল একজন ফ্যাশন ডিজাইনার ও মডেল। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর লেখাপড়া করেন। তার জন্ম যুক্তরাষ্ট্রে হলেও গ্যাব্রিয়েলের বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের। সে হিসাবে ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আর’বনি গ্যাব্রিয়েল প্রথম মিস ইউএসএ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

বিএনএনিউজ২৪,   এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
গুম-খুন-হত্যায় জড়িতরা নির্বাচন করতে পারবেন না: ড. বদিউল আলম মজুমদার আগামী বাজেটে করের বিষয়গুলো ভালোভাবে সমন্বয় করা হবে: অর্থ উপদেষ্টা অনুপ কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নাটোরে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত নিপুণ যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজায় প্রবেশ করল ৯১৫ ত্রাণবাহী ট্রাক মেনিনজাইটিস টিকা না পেয়ে পান্থপথে সড়ক অবরোধ সাবেক এমপি সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট