বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বঙ্গোপসাগরের প্রাণ প্রকৃতির অপরূপ সৌন্দর্য পারকি সৈকত সমুদ্রে পর্যটকদের আগ্রহ বাড়াতে ও সৈকতের সৌন্দর্য রক্ষায় বীচ এলাকায় দিন ব্যাপী পরিষ্কার অভিযান চলছে। এ অভিযান পরিচালনা করছেন ২নং বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্।
রোববার (১৫ জানুয়ারি) সকাল দশটা থেকে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে কার্যক্রম শুরু হয়। পরিষ্কার অভিযানে অংশ নেন ইউপি সদস্য মোঃ কামাল উদ্দীন, আবদুল কাইয়ুম, উদ্যোক্তা মোঃ হাসান, সহকারী মোঃ ইমরান। পরিষ্কার অভিযানে সার্বিক সহযোগিতা করেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্য, বীচ দোকানদার, গ্রাম পুলিশ, এলজিডির কর্মীবৃন্দ এবং বীচ এলাকার ফটোগ্রাফাররা।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্ বলেন, পারকি সৈকত দক্ষিণ চট্টগ্রামসহ পুরো চট্টগ্রামের ভ্রমণ পিপাসুদের কাছে একটি আকর্ষনীয় পর্যটন এলাকা। এটি রক্ষা করা, পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য । এছাড়াও আমি পর্যটকদের কাছে অনুরোধ করব বীচের সৌন্দর্য রক্ষা করতে নিজেদের সচেতন হতে। সবার প্রচেষ্টায় বির্নিমাণ হবে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ।
বিএনএ/ এনামুল হক নাবিদ,ওজি