20 C
আবহাওয়া
৩:১৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » হুঁশিয়ারির পর আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

হুঁশিয়ারির পর আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

হুঁশিয়ারির পর আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

বিএনএ,বিশ্বডেস্ক: নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেয়ার কয়েক ঘণ্টা পর উত্তর কোরিয়া অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।চলতি বছর এ নিয়ে উত্তর কোরিয়া তৃতীয় বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো।

শুক্রবার(১৪ জানুয়ারী) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেন, “উত্তর পিয়ংগান প্রদেশ থেকে উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ধারণা করা হচ্ছে- দুটিই স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র।”

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনাবলীকে ‘নতুন ধরনের অস্ত্র’ অর্জনের প্রচেষ্টা বলে আমেরিকা যে দাবি করছে তা নাকচ করে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা শুধুমাত্র জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকীকরণ প্রচেষ্টার অংশ এবং কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে বা প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার জন্য এ পরীক্ষা চালানো হয় নি।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ