25 C
আবহাওয়া
১০:০৩ পূর্বাহ্ণ - মার্চ ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ইউটিউব থেকে সরাসরি পণ্য কেনা যাবে

ইউটিউব থেকে সরাসরি পণ্য কেনা যাবে

ইউটিউব থেকে সরাসরি পণ্য কেনা যাবে

বিএনএ, তথ্যপ্রযুক্তি ডেস্ক : সরাসরি ইউটিব থেকেই কেনা যাবে এমন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে গুগল।  ইউটিউবে কোনো পণ্যের ভিডিও দেখা গেলে সেই পণ্য কেনার জন্য পাশে লিঙ্কও দেখাবে ইউটিউব, সেখানে সরাসরি ইউটিউব থেকে পণ্যটি ক্রয় করতে পারবেন দর্শক। ইউটিউবের ফিচারস অ্যান্ড এক্সপেরিমেন্ট সাপোর্ট পেজে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ইউটিউব কর্তৃপক্ষ বলেছে, তারা শুরুতে পরীক্ষামূলকভাবে সীমিত কিছু কনটেন্ট নির্মাতাকে ভিডিওতে পণ্য বিক্রির সুযোগ দিচ্ছে। আপাতত যুক্তরাষ্ট্রে আইওএস, অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ সংস্করণে ব্যবহারকারীরা ভিডিও দেখে পণ্য কিনতে পারবেন।

ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে ‘আমরা মানুষের জন্য সহজে পণ্য খুঁজে পেতে ও ইউটিউব ভিডিওতে দেখানো পণ্য কিনতে নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষা চালাচ্ছি।’

খবরে বলা হচ্ছে, যে ইউটিউব কনটেন্ট নির্মাতারা পরীক্ষামূলক এ ফিচার ব্যবহার করতে পারছেন, তাঁরা ইউটিউবে নির্দিষ্ট পণ্য যুক্ত করতে পারবেন। ভিডিওতে একটি শপিং ব্যাগের আইকন থাকবে। ভিডিওর নিচের দিকে বাঁ কোণে থাকা ওই আইকনে ক্লিক করে দর্শক–বিক্রেতারা পণ্য দেখতে পাবেন। সেখান থেকে আরও ভিডিও, কেনাকাটার অপশন দেখা যাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ