18 C
আবহাওয়া
২:৪৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » কঙ্গোর পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় ৪৬ বেসামরিক নাগরিক নিহত

কঙ্গোর পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় ৪৬ বেসামরিক নাগরিক নিহত

কঙ্গোর পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় ৪৬ বেসামরিক নাগরিক নিহত

বিএনএ,বিশ্ব ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে সন্দেহভাজন সন্ত্রাসীদের হামলায় ৪৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দেশটির ইতুরু প্রদেশের ইরুমু অঞ্চলের একটি গ্রামে ওই হামলা হয় বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আজিও গিদি সংবাদ মাধ্যমকে বলেন, ঘটনাস্থলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। বিকেল পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।হামলার পেছনে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) আছে বলেও সন্দেহ করছেন তিনি।

স্থানীয় সেনাবাহিনীর মুখপাত্র জুলস এনগোংগো জানান,হামলার খবর পেয়ে গ্রামটিতে সেনা সদস্যদের পাঠানো হয়েছে। তারা মৃতদেহ উদ্ধারে কাজ করছে। হামলায় কতজন নিহত হয়েছে তা নিশ্চিত করেন তিনি।

অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)নামে উগান্ডার সশস্ত্র দলটিই কঙ্গোর পূর্বাঞ্চলে ধারাবাহিক গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত তাদের হাতে এক হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে বলে জানায় জাতিসংঘ।কঙ্গোর পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত উগান্ডা, রুয়ান্ডা ও বুরুন্ডিতে শতাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় আছে।

এরআগে গত রোববার কঙ্গোর পূর্বাঞ্চলে ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে অতর্কিত হামলায় অন্তত ৬ রেঞ্জার্স নিহত হয়।হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।ভিরুঙ্গা ন্যাশনাল পার্কটি বিপন্ন পাহাড়ি গরিলাদের অভয়ারণ্য হিসেবে সুপরিচিত।ওই অঞ্চলে এডিএফের একাধিক হামলার পর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সেসব হামলার দায় স্বীকার করেছিল।তবে এই দুই পক্ষের মধ্যে সরাসরি কোনো সংযোগ আছে কিনা তা নিশ্চিত হতে পারেননি জাতিসংঘের বিশেষজ্ঞরা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ