বিশ্ব ডেস্ক, ঢাকা: নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৯ কোটি ৩৫ লাখ ছাড়িয়েছে।
শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বজুড়ে ২০ লাখ ১ হাজার ২৮৯ জন মারা গেছেন।
এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৩৫ লাখ ৯ হাজার ৮৯০ জন। এর মধ্যে সুস্থের সংখ্যা প্রায় ৬ কোটি ৬৮ লাখ।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ৩৮ লাখ। মৃতের সংখ্যা ৪ লাখের কাছাকাছি।
মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা দুই লাখ ৭ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৮৩ লাখের বেশি। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দেশটিতে।
আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে শনাক্তের সংখ্যা এক কোটি ৫ লাখের বেশি।
মেক্সিকোতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৩৬ হাজার। মৃতের তালিকায় চতুর্থ অবস্থানে থাকা দেশটিতে আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭১ হাজারের বেশি।
এরপর যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে ৮৬ হাজারের বেশি মানুষের। সেখানে আক্রান্ত ৩২ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে।
মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে: রাশিয়া,ইতালি,ফ্রান্স, ইতালি, স্পেন ও ইরানে।
বিএনএ/এমএইচ