বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন আবদুল লতিফ সড়কের মাইট্টাল্যা গলি জাবেদের দোকানের সামনে আধিপত্য বিস্তার নিয়ে জাবেদ গ্রুপ ও মোহাম্মদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে এঘটনায় জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ ।
শুক্রবার রাতে ৯৯৯ নাম্বারে খবর পেয়ে এসআই মহিম উদ্দিন, এএসআই রতন কান্তি ঘোষসহ একটি চৌকস টিম ঘটনাস্থলে যায়। পরে দুগ্রুপের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় পালিয়ে যাওয়ার সময় একটি পিস্তল, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি লোহার রড়সহ দুইজন সন্ত্রাসীকে আটক করে পুলিশ।
অস্ত্রসহ আটককৃতরা হলেন-নগরীর হালিশহর বসুন্ধরা এলাকার কামাল সওদাগর বাড়ির মুস্তাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ আলী ও কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার বকশোগঞ্জ এলাকার আবদুল জলিলের ছেলে মোহাম্মদ সজল।
এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, জাবেদ গ্রুপ ও আলী গ্রুপের জন্য এলাকার মানুষ অতিষ্ঠ। দুই গ্রুপের ৫০/৬০ জন লোকের সংঘর্ষে এলাকায় প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করেছিল। অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে শনিবার সকালে আদালতের মাধ্যমে অস্ত্র আইনে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিএনএনিউজ/ নাবিদ