৫:২৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » সিরিয়ায় যাচ্ছে কাতারের প্রতিনিধি দল

সিরিয়ায় যাচ্ছে কাতারের প্রতিনিধি দল


বিএনএ বিশ্বডেস্ক : প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার জন্য কাতারের একটি প্রতিনিধিদল রোববার সিরিয়া সফরে যাবেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) কাতারের এক কূটনীতিক এএফপি-কে একথা জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কাতারের কূটনীতিক বলেছেন, ‘কাতারের প্রথম প্রতিনিধিদল রোববার সিরিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। সফরে প্রতিনিধিদল সিরিয়ায় পুনরায় কাতারের দূতাবাস চালু এবং সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করবেন।

আসাদ সরকারের আমলে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দোহা ২০১১ সালে সিরিয়ায় তাদের কূটনৈতিক মিশন বন্ধ করে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেয়।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ