24 C
আবহাওয়া
২:৪৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ধানমন্ডিতে কাভাডভ্যান চাপায় নিহত ২

ধানমন্ডিতে কাভাডভ্যান চাপায় নিহত ২

বাঁশখালীতে অটোরিক্সার ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে একটি বেপরোয়া কাভার্ডভ্যান চাপায় দুই রিকশা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালকসহ আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

তিনি বলেন, রিকশা দুটি কাভার্ডভ্যানের চাপায় চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। ঘটনাস্থলেই দুই জন মারা গেছেন। এছাড়া দুই জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন। তবে ভ্যানটি আমরা জব্দ করতে পেরেছি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ