22 C
আবহাওয়া
১:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২


বিএনএ, গাজীপুর : গাজীপুরের টঙ্গী এলাকা থেকে অপহরণ হওয়া মো. মুসা (১০) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই  অপহরণকারীকে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালেরচর (দালাল পাড়া) গ্রামের মিনহাজ (১৯) ও একই গ্রামের সুমন মিয়া (২০)।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ। তিনি  জানান, পশ্চিম থানাধীন রসুলভাগ এলাকা থেকে কোচিং করে বাসায় আসার পথে মুক্তার বাড়ি রোড এলাকা থেকে  অপহরণ করা হয় মুসাকে। শিশুটিকে দিয়ে তার বাবা মতিউর রহমানকে মুঠোফোন কল দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরে বিষয়টি জানতে পেরে তথ্য প্রযুক্তির সহায়তা টঙ্গী কলেজ রোডের একটি বাসার ছাদ থেকে সোমবার (১৩ ডিসেম্বর) রাত ৩ টার দিকে মুসাকে উদ্ধার করে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় দুই অপহরণকারীকেও।

বিএনএনিউজ/এম.এস. রুকন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ