বিএনএ গোপালগঞ্জ : পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনার জন্য এ বছর পুকুর পাড়ের কাছে একখন্ড জমিতে টমেটো চাষ করেছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের কৃষক অপূর্ব বিশ্বাস। প্রতিটি গাছে প্রচুর টমেটো ধরেছে। স্বপ্ন ছিল এসব টমেটো বিক্রি করে ধার দেনা মিটিয়ে পরিবারে আর্থিক স্বচ্চলতা আনবেন। কিন্তু তার সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোরে অপূর্ব বিশ্বাসের ক্ষেতের পাঁচ শতাধিত ফলন্ত টমেটো গাছ কেটে নষ্ট করেছে দূর্বৃত্তরা। এতে ওই কৃষকের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
কৃষক অপূর্ব বিশ্বাস বলেন, সোমবার সন্ধ্যায় টমেটো ক্ষেতে পানি দেন তিনি। পরে মঙ্গলবার ভোরে ক্ষেতে গিয়ে দেখেন রাতের আধারে তার ৫ শতাধিক টমেটো গাছের গোড়া থেকে কেটে দিয়েছে। এসব টমেটো গাছের পরিচর্চা করতে ইতোমধ্যে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। প্রতিটি গাছে টমেটো ধরেছে। এসব বিক্রি করলে অন্তত এক লাখ টাকা আয় হতো। কিন্তু এখন সর্বশান্ত হয়ে পড়েছেন বলে জানান অপূর্ব বিশ্বাস।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) তারেকুর রহমান বলেন, এই বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক অরবিন্দ কুমার রায় বলেন, এ বিষয়ে একটি ফৌজদারী মামলা করতে হবে। ক্ষতিগ্রস্থ কৃষক সহায়তার আবেদন করলে কৃষি বিভাগ থেকে তাকে সহায়তা করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
বিএনএনিউজ/আরকেসি