28 C
আবহাওয়া
১২:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সারাদেশে বাড়ছে শীতের তীব্রতা

সারাদেশে বাড়ছে শীতের তীব্রতা

সারাদেশে শীতের তীব্রতা বাড়ছে

বিএনএ ডেস্ক: ঘন কুয়াশায় ঘেরা ভোর, ঘাসের ডগায় মুক্তদানার মতো শিশির বিন্দু, সারাদশে শীতের আমেজ ছড়িয়ে পড়ছে। বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। সেইসেঙ্গ দেশের বিভিন্ন স্থানে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত।

শীতের কারণে দেশের উত্তরের জেলা পঞ্চগড় ও দিনাজপুরে জনজীবন বেশ খানিকটা স্থবির হয়ে পড়েছে। কুয়াশা আর কনকনে শীতে কাবু হয়ে পড়েছেন রংপুরের ছিন্নমূল ও কর্মজীবী মানুষ। দিনের অনেকটা সময়ই কুয়াশায় ঢাকা থাকে চারপাশ। আগুন জ্বালিয়ে অনেকে শীত নিবারনের চেষ্টা করছেন। লালমনিরহাটেও দিনের অর্ধেক সময় ধরে ঘন কুয়াশা থাকছে। ক্ষেতে কাজ করতে পারছেন না কৃষকরা। হেডলাইন জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

মাগুরায় বেড়েছে শীতের তীব্রতা। এ কারণে শীতজনিত নানা  রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। লেপ তৈরি হিড়িক পরেছে, শীতবস্ত্র কেনার দোকানে বেড়েছে ক্রেতা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তরবঙ্গ এবং নদী অববাহিকায় মৃদু শৈত্যপ্রবাহ বিদ্যমান থাকবে। ঘন কুয়াশা হলেও এই মুহূর্তে তীব্র শৈত্যপ্রবাহের কোন সম্ভাবনা নেই। তবে রংপুর ও রাজশাহী বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে।  সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে থাকবে।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে অগ্নিকাণ্ড নভেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি  সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা