33 C
আবহাওয়া
৪:৪৫ অপরাহ্ণ - মার্চ ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশে ইউটিউব সার্ভার ডাউন

বাংলাদেশে ইউটিউব সার্ভার ডাউন

বাংলাদেশে ইউটিউব সার্ভার ডাউন

বিএনএ, বিনোদন ডেস্ক : বেশকিছুদিন যাবৎ বিশ্বব্যাপী ইউটিউব এর সার্ভার ডাউন মনে হচ্ছে, ইউটিউবে এই মুহূর্তে ভিডিও লোড করতে সমস্যা হচ্ছিল। আজ একেবারেই উটিউব খোলা যাচ্ছেনা বাংলাদেশেও।

টিমইউটিউম এক টুইট বার্তায় বলেছে, আপনি যদি এই মুহূর্তে ইউটিউবে ভিডিও দেখতে সমস্যায় পড়েন, তাহলে আপনি একা নন- আমাদের দল বিষয়টি সম্পর্কে সচেতন এবং এর সমাধান নিয়ে কাজ করছে। আমরা এখানে যে কোন আপডেট অনুসরণ করবো।

এটি অন্যান্য সেবা কে প্রভাবিত করতে পারেন যা ইউটিউব অবকাঠামো ব্যবহার করে, যার মধ্যে রয়েছে ইউটিউব টিভি এবং গুগল টিভির মাধ্যমে আপনি যে সিনেমা এবং টিভি শো কিনবেন (পূর্বে গুগল প্লে মুভিজ এবং টিভি নামে পরিচিত)। এই মুহুর্তে তা লোড হচ্ছে না।

এখন পর্যন্ত ইউটিউব ওয়েবসাইট ঠিক আছে বলে মনে হলেও তা এবার এরর দেখাচ্ছে।

অসংখ্য টুইটার ব্যবহারকারী রিপোর্ট করছে যে, ইউটিউব তাদের জন্য কাজ করছে না, এবং “ইউটিউব ডাউন” এর জন্য অনুসন্ধান চলছে।

ইউটিউব তাৎক্ষণিকভাবে এসব মন্তব্যের জন্য কোন উত্তর দিচ্ছেনা।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ