16 C
আবহাওয়া
১০:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ায় তিনটি বেকারিকে ৪৫হাজার টাকা জরিমানা

সাতকানিয়ায় তিনটি বেকারিকে ৪৫হাজার টাকা জরিমানা

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

বিএনএ, সাতকানিয়া (চট্টগ্রাম): সাতকানিয়া পৌরসভা সদর এলাকায় বিএসটিআই লাইন্সেন্স ছাড়া বেকারি পণ্য বিক্রি করার দায়ে ৩টি মামলায় ৪৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার(১৪ নভেম্বর) সাতকানিয়া পৌরসভার কানুরাম পুকুর সংলগ্ন একটি বেকারী,আনু ফকিরের দোকান ও রামপুরে এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।


এসময় বিএসটিআই লাইসেন্স ছাড়া মার্ক/লোগো ব্যবহার করায় এর বিএসটিআই আইন ২০১৮ সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় ৪৫হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

আদালত সূত্র জানায়, অভিযানে সাতকানিয়া আনুফকির দোকান এলাকার এস,এ,ফুড প্রোডাক্টসের এহসানউল্লাহ (২৮),সাতকানিয়া কানুরামপুকুর পাড়নজির বেকারীর মোহাম্মদ হোসেন(৩৫),সাতকানিয়া -বাঁশখালী সড়কের কর্মকার ভাঙার নিউ ঢাকাবেকারীর মোহাম্মদ ইসমাঈল (২৪) সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় অভিযুক্ত করে অর্থদন্ড প্রদান করা হয় ।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

এ সময় আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই এর ফ্লিড অফিসার মো: খাইরুল ইসলাম, পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

সাতকানিয়া উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ২৪, এসএমএনকে, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ