25 C
আবহাওয়া
৭:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

বিএনএ, স্পোর্টস ডেস্ক: আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ নারী দল। চ্যাম্পিয়নশিপের তিনটি ওয়ানডের আগে প্রোটিয়া মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নিগার সুলতানারা।

এই সফরের জন্য দুই সিরিজ মিলিয়ে আজ ১৬ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সঙ্গে স্ট্যান্ড বাই হিসেবে আছেন আরো ৪ ক্রিকেটার।

সর্বশেষ পাকিস্তান সিরিজের মতো এই সিরিজের দলে জায়গা হয়নি সাবেক দুই অধিনায়ক সালমা খাতুন ও জাহানা আলমের। তবে ফিরেছেন লতা মণ্ডল।
জানা গেছে, এই সফরের জন্য আগামী ২৫ নভেম্বর ঢাকা ছাড়বেন বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজ শুরু ৩ ডিসেম্বর।

ওয়ানডে সিরিজ শুরু ১৬ ডিসেম্বর। দুই সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন নিগাররা।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দল
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।

স্ট্যান্ড বাই
শারমিন আক্তার, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম ও নিশিতা আক্তার।

আরও পড়ুন: প্রতিটি ডায়াবেটিস হাসপাতালে স্মার্ট টেলিমেডিসিন সুবিধা চালু করা হবে–প্রতিমন্ত্রী পলক

দক্ষিণ আফ্রিকা সফরের সূচি
৩ ডিসেম্বর, প্রথম টি-টোয়েন্টি, বেনোনি
৬ ডিসেম্বর, দ্বিতীয় টি-টোয়েন্টি, কিম্বার্লি
৮ ডিসেম্বর, তৃতীয় টি-টোয়েন্টি, কিম্বার্লি
১৬ ডিসেম্বর, প্রথম ওয়ানডে, ইস্ট লন্ডন
২০ ডিসেম্বর, দ্বিতীয় ওয়ানডে, পচেফস্ট্রুম
২৩ ডিসেম্বর, তৃতীয় ওয়ানডে, বেনোনি

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ