16 C
আবহাওয়া
৭:০০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ৭০ ইসরায়েলি জিম্মির বিনিময়ে হামাস চায় পাঁচ দিনের যুদ্ধবিরতি

৭০ ইসরায়েলি জিম্মির বিনিময়ে হামাস চায় পাঁচ দিনের যুদ্ধবিরতি

গাজা-ইসরায়েল যুদ্ধ,

৭০ ইসরায়েলি জিম্মির বিনিময়ে হামাস পাঁচ দিনের যুদ্ধবিরতি চেয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজার প্রশাসন পরিচালনাকারী সরকার হামাস জানিয়েছে, তাদের কাছে জিম্মি থাকা সর্বোচ্চ ৭০ নারী ও শিশুকে ছেড়ে দিতে প্রস্তুত তারা। তবে এক্ষেত্রে পাঁচ দিনের টানা যুদ্ধবিরতি দিতে হবে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক শাখা আল কাসসাম বিগ্রেডের পক্ষ থেকে সোমবার (১৩ নভেম্বর) এ প্রস্তাব দেয়া হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, হামাসের টেলিগ্রাম চ্যানেলে আল কাসসাম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দার বক্তব্য ধারণ করা একটি অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেন, এই যুদ্ধবিরতি হতে হবে পূর্ণমাত্রার এবং যুদ্ধবিরতির এই সময় গাজা উপত্যকার সবখানে ত্রাণসহ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ থাকতে হবে।

আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের (সেটলার) সশস্ত্র হামলার প্রতিবাদে গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায় হামাস। এর জবাবে ওই দিন থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলা শুরুর পর ১১ হাজারের বেশি গাজার অধিবাসী নিহত হয়েছে। এরমধ্যে ৪০ শতাংশই শিশু ও কিশোর। অন্যদিকে হামাসের হামলায় প্রায় ১২০০ ইসরায়েলী ও তাদের সেনাবাহিনীর সদস্য মারা গেছে। ২৪০জন ইসরায়েলিকে  জিম্মি করেছে হামাস।

বিএনএনিউজ, এসজিএন।

Loading


শিরোনাম বিএনএ