বিএনএ, ঢাকা : রাজধানীর নবাবপুর রোডে একটি বাড়ি থেকে ৬ টি ককটের উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১২টায় এ ঘটনা ঘটে।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক আরিফুর রহমান জানান, র্যাবের টিম ঘটনাস্থলে পৌঁছে একটি ব্যাগের মধ্যে রাখা বোমাসাদৃশ বস্তু দেখতে পায়। এরপর র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ি থেকে ৬টি ককটেল ও কেরোসিন উদ্ধার করেছে। ব্যাগের মধ্যে থাকা বোমাসাদৃশ বস্তুগুলো লাল-কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় দেখা গেছে।
এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব। র্যাব বলছে, এখানে কিছু দুষ্কৃতকারী অবস্থান করছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়।
এর আগে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বোমা সদৃশ বস্তু থাকার খবরে ঘটনাস্থলের উদ্দেশে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট রওনা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।