বিএনএ,ইউকে: আলোচনাসভা ও দোয়া মাহফিলের মাধ্যমে ইউকে তে পালিত হয়েছে বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রীর পিতা, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১০ম মৃত্যু বার্ষিকী। মঙ্গলবার (৮ নভেম্বর) ইউকে সময় সকাল সাড়ে এগারোটার সময় আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশন ইউকে’র আয়োজনে ম্যানচেস্টার সিটি চট্টগ্রাম সমিতির কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউকে আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশনের সভাপতি হাজী এম এ সবুরের সভাপতিত্ব সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ইবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যনচেস্টার সিটি আওয়ামীলীগ সভাপতি ওয়েছ কামালী।
আলোচনা সভায় মরহুমের বর্নাঢ্য রাজনৈতিক জীবনী নিয়ে আলোচনা করেন সংগঠনের সভাপতি হাজী এম এ সবুর আহমেদ মিয়া ( বকতিয়া পাড়া)।
আলোচনা সভায় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ম্যনচেসটার চট্টগ্রাম সমিতির সভাপতি মোঃ নাছের, আব্দুল হানান, লোকমান চৌং, আজম চৌং, কামাল খান, আজিজুর রহমান, ইহসান শাহ, ডাঃ নুরুল হাসান, মহিউদ্দিন মহি, হুমায়য়ুন আকবর, শেখ জাফর আহম্মদ, মোহাম্মদ নুরু, মনির হোসেন রিপন প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা আল আজাহার ইউনিভার্সিটির ছাত্র মোঃ সৈয়দ জামাল।
বিএনএ/এমএম, ওজি