25 C
আবহাওয়া
৪:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ৩ হাজার ইয়াবা বড়িসহ মো. মোবারক মিয়া(২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ নভেম্বর) বাকলিয়া থানাধীন তুলাতলী মদিনা ক্লাব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেফতার মোবারক ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার কামাইরা ইউপির কাশিগঞ্জ বাজার এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনসংযোগ কর্মকর্তা মো. আরাফাতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবা বড়িসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পাচারে ব্যবহৃত জব্দ করা হয় একটি প্রাইভেটকার। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ