22 C
আবহাওয়া
১১:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

ছাগলনাইয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

ডায়াবেটিস দিবস উপলক্ষে ছাগলনাইয়ায় আলোচনা সভা ও র‍্যালী

বিএনএ, ফেনীঃবিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রোববার(১৪ নভেম্বর) সকাল ১০ টায় ফেনীর ছাগলনাইয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যোগে  আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।  ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে  অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি, বাংলাদেশ নিউজ এজেন্সি’র (বিএনএ) সম্পাদক, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।

কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল জলিল দুলাল’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা, ছাগলনাইয়া থানা ওসি (তদন্ত) কাজী রফিক আহমেদ।

ডায়াবেটিস দিবস উপলক্ষে ছাগলনাইয়ায় আলোচনা সভা ও র‍্যালী

সভায় বক্তারা অভিমত প্রকাশ করে বলেন, ডায়াবেটিস হলে অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নেন। এটাকে নিয়ন্ত্রণ করার ঔষুধের পাশাপাশি শারীরিক চর্চা করতে হবে।

সভাপতির বক্তব্যে ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার বলেন, ডায়াবেটিস সারা জীবনের রোগ। ঠিকমত চিকিৎসা গ্রহণ করলে এ রোগকে ভালভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। স্বাভাবিক কর্মঠ জীবন যাপন করা সম্ভব।

এ ছাড়া সভায়  ছাগলনাইয়া হাসপাতালের আরএমও ডাঃ শোয়েব ইমতিয়াজ নিলয়, ডায়াবেটিস হাসপাতালের ডাঃ জালাল উদ্দিন মেনন, নবনির্বাচিত কাউন্সিলর মেহেদী হাসান শিমুল, শহীদ উল্যাহ, আবদুল মোমিন, আবদুল লতিফ বাহার, নাসিরউল্যাহ রিন্টু, মহিলা কাউন্সিলর সাহেনা আক্তারসহ  সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ডায়াবেটিস হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

বিএনএ/ এ বি এম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ