21 C
আবহাওয়া
১২:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

বিএনএ,স্পোর্টস ডেস্ক :দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অর্থাৎ আগে ব্যাট করতে নামবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই দুই দল এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার স্বাদ পায়নি । অজিরা তাও একবার ফাইনালে উঠেছিল। নিউজিল্যান্ড শেষ চারের গণ্ডিই কখনও টপকাতে পারেনি। এবারই প্রথম ফাইনালে কিউইরা।

রোড টু ফাইনাল : অস্ট্রেলিয়া – নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়া

সুপার টুয়েলভ ম্যাচ-১ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে জয়
সুপার টুয়েলভ ম্যাচ-২ : শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জয়
সুপার টুয়েলভ ম্যাচ-৩ : ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হার
সুপার টুয়েলভ ম্যাচ-৪ : বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে জয়
সুপার টুয়েলভ ম্যাচ-৫ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে জয়

সেমি-ফাইনাল : পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয়

নিউজিল্যান্ড

সুপার টুয়েলভ ম্যাচ-১ : পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হার
সুপার টুয়েলভ ম্যাচ-২ : ভারতের বিপক্ষে ৮ উইকেটে জয়
সুপার টুয়েলভ ম্যাচ-৩ : স্টকল্যান্ডের বিপক্ষে ১৬ রানের জয়
সুপার টুয়েলভ ম্যাচ-৪ : নামিবিয়ার বিপক্ষে ৫২ রানে জয়
সুপার টুয়েলভ ম্যাচ-৫ : আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে জয়

সেমি-ফাইনাল : ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জয়

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিনস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেইন উইলিয়ামসন, টিম সেইফার্ট, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।

বিএনএ/এমএম, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ