15 C
আবহাওয়া
১২:০০ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » পিরোজপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

বিএনএ পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাহাদ হাওলাদার (২২) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষেরা। হামলায় আরও চার জন আহত হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাহাদ গুলিশাখালী ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার রাতে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল  রাহাদ। সে সময় টিয়ারখালী এলাকায় তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। রাহাদসহ পাঁচ জনকে কুপিয়ে জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে যুবকদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং তা নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে রাহাদ নামের একজন নিহত এবং চার জন আহত হয়। আহতদের মধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ