21 C
আবহাওয়া
১০:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে দম্পতির মৃত্যু

মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে দম্পতির মৃত্যু

মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে দম্পতির মৃত্যু

বিএনএ, (মিরসরাই) চট্টগ্রাম: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া মুহুরীগঞ্জের হাইওয়ে রাস্তামাথা নামক স্থানে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী নুর উদ্দিন ও স্ত্রী আকলিমা আক্তার দুইজনেই ঘটনাস্থলে নিহত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বারইয়ারহাট থেকে ফেনীর দিকে যাবার সময় মোটরসাইকেল আরোহী আকলিমা আক্তারের (৩০) ওড়না হঠাৎ চাকায় পেঁচিয়ে যায়। একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে পড়ে গেলে পেছন থেকে একটি ট্রাক(ঢাকা- মেট্রো- ট- ০৮৪৫) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আকলিমা আক্তার ও তার স্বামী নূর উদ্দিন নিহত হয়।

নিহতদের বাড়ি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব গোবিন্দ পুর গ্রামে। নুর উদ্দিন আবুল কাশেম সওদাগরের ছেলে ।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ দম্পতির মৃত্যুর খবরে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন মোটরসাইকেলের চাকায় ওড়না পেচিয়ে দম্পতি নিহত হবার ঘটনায় ঘাতক ট্রাক চালক ও হেলপারকে আটক করার সত্যতা নিশ্চিত করেছেন।

বিএনএ/ আশরাফ, এমএফ,জিএন

Loading


শিরোনাম বিএনএ