29 C
আবহাওয়া
১১:১৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী কাউসারও না ফেরার দেশে

আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী কাউসারও না ফেরার দেশে


বিএনএ, ঢাকা : বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ কাউসার মাহমুদ (২২) নামের এক শিক্ষার্থী ৭০ দিন মৃত্যুর প্রহর গুনে অবশেষে মারা গেলেন । তিনি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। নিহত কাউসার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের আব্দুল মোতালেবের ছেলে।

পরিবারসহ তিনি চট্টগ্রামে থাকতেন।রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তফা শাহিনুজ্জামান।

তিনি জানান, গতরাতে খবর পেয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।নিহত শিক্ষার্থীর ভগ্নিপতি বিল্লাল হোসেন জানান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত হন কাউসার মাহমুদ।আমরা খবর পেয়ে প্রথমে তাকে আগ্রাবাদ ইসলামী ব্যাংক  হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে একই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয় তাকে। পরে গত ২২ সেপ্টেম্বর কাউছার মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার পুনরায় অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ চট্টগ্রাম সেনানিবাসকে বিষয়টি জানালে গুলিবিদ্ধ শিক্ষার্থী কাউসার মাহমুদকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর করা হয়।পরে চট্টগ্রাম সিএমএইচের সহযোগিতায় ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আর্মি অ্যাভিয়েশনের হেলিকপ্টারে করে ওই দিনই (২৮ সেপ্টেম্বর) উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে গতরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কাউসার।

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই আন্দোলনে অংশ নেন চট্টগ্রাম বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাউসার মাহমুদ। উত্তাল সে আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলি তার শরীরে লাগে। দীর্ঘ ৭০ দিন মৃত্যুর প্রহর গুনে  ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় কাউসার মাহমুদের মৃত্যু হয়। সোমবার দুপুরের দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজার শেষে কাউসারের মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে রাতে আব্দুর রহমান মাতব্বর জামে মসজিদে আবার জানাজাশেষে পাশের কবরস্থানে তাকে দাফন করার কথা।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ