বিশ্ব ডেস্ক: তুরস্কের শীর্ষ কর্মকর্তা এবং সংসদের স্পিকার নুমান কুর্তুলমুশ জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের শক্তি মুসলিম বিশ্বের বিভাজনের কারণে বৃদ্ধি পাচ্ছে, এবং ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া অত্যাবশ্যক।
রবিবার (১৩ অক্টোবর) জেনেভায় ইসলামিক সহযোগিতা সংস্থার সংসদীয় ইউনিয়নের (PUIC) এক বৈঠকে তিনি ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলা এবং লেবাননের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি ইসলামী উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন এবং ইসরায়েলের অবিচার ও অপরাধের বিরুদ্ধে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বৈঠকের মূল বিষয়বস্তু ছিল ফিলিস্তিন ও লেবাননের ওপর ইসরায়েলের হামলা।
কুর্তুলমুশ তার বক্তৃতায় বলেন, মানবতার জন্য এই সংকটময় সময়ে ইসলামী উম্মাহর ঐক্য অত্যন্ত প্রয়োজনীয়। তিনি উল্লেখ করেন, প্রায় এক বছর ধরে ফিলিস্তিনিরা অত্যাচারের শিকার হচ্ছে, এবং ইসরায়েল লেবাননের জনগণের ওপরও একই রকম নিপীড়ন চালাচ্ছে। তিনি মুসলিম বিশ্বের বিভাজনকে ইসরায়েলের শক্তির মূল উৎস হিসেবে তুলে ধরেন।
বিএনএনিউজ২৪, এসজিএন/ হাসনা